নিজের একটা বিকাশ একাউন্ট না থাকা কতটা সমস্যার তা আমরা সবাই জানি। আমরা মনে করি বর্তমানে সময়ে বিকাশ একাউন্ট নাই এমন পাবলিক মনে হয় একটাও খুজে পাওয়া যাবে না। কিন্ত আপনার ধারনা ভুল কারন বিকাশ একাউন্ট খুলতে হলে আপনাকে কম পক্ষে ১৮ বছর হতে হবে। কারন এত্তদিন িবিকাশ একাউন্ট খুলতে চাইলে এআইডি কার্ড ভেরিফিকেশন করা লাগতো।
আর এই সমস্যা সমাধান করার জন্য এবং সবাই যাতে বিকাশের সেবা ব্যবহার করতে পারে সেই চিন্তা মাথায় রেখেই বিকাশ নিয়ে এল বিকাশ Student একাউন্ট। এখন থেকে আপনার ১৮ বছর না হলে কিংবা নিজের এনআইডি কার্ড না থাকলেও আপনি বিকাশ একাউন্ট খুলতে পারবেন।
এখন থেকে ১৮ বছরের নিচে যারা আছে তারা তাদের বাবা মায়ের বিকাশ একাউন্ট দ্বারা আথবা শুধুমাএ নিজের জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়েও বিকাশ Student একাউন্ট খুলতে পারবেন। এছাড়াও বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলে রিচার্জ করলেই পাচ্ছেন ১৩০ টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস।
কিভাবে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলবেন:
এজন্য প্রথমেই গ্রাহকের বয়স অবশ্যই ১৪ বছরের বেশি এবং ১৮ বছরের কম হতে হবে। তার ডিজিটাল জন্মসনদ থাকতে হবে। এছাড়াও মা অথবা বাবার সচল যেকোনো একটি সচল বিকাশ একাউন্ট থাকতে হবে।
আপনি আপনার ফোনে থাকা বিকাশ আপ দিয়ে খুব সহজেই স্টুডেন্ট বিকাশ একাউন্ট খুলে নিতে পারবেন। তার জন্য প্রথমেই আপনাকে প্লে-স্টোর থেকে বিকাশ অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। তার পর বিকাশে অ্যাপে প্রবেশ করে লগইন বা রেজিস্ট্রেশন লেখা বাটনে ট্যাপ করেন। এবার আপনার কাংখিত মোবাইল নম্বারটি প্রবেশ করেন যে নম্বারে আপনি বিকাশ একাউন্ট খুলতে চান। এরপর মোবাইল আপারেটর সিলেক্ট করে ট্যাপ করতেই আপনার মোবাইলে ভেরিফিকেশন এর জন্য ৬ডিজিট এর একটি কোড পাঠানো হবে। তা প্রদান করুন। আর হা আপনি যে নম্বারে একাউন্ট খুলতে চান সেই সিমটি অবশ্যই আপনার ফোনে থাকতে হবে। এবার স্টুডেন্ট একাউন্ট খুলতে আইডির ধরন থেকে জন্ম সনদ সিলেক্ট করে নিন।
এবার ডিজিটাল জন্ম সনদের ছবি ভালো ভাবে তুলে আপলোড করুন। ছবি আপলোড হয়ে গেলে জন্ম সনদ থেকে নেয়া তথ্য গুলো ঠিক আছে কিনা একবার ভালো করে যাচাই করে নিন। আর যদি কোথাও সমস্যা থাকে প্রয়োজনে সঠিক তথ্য দিয়ে পরিবর্তন করে নিন। এবার আরো যেসব তথ্য চায় যেমন: লিঙ্গ, আপনায় আয়ের উৎস, মাসিক আয়, আপনার পেশা এগুলো সঠিক ভাবে প্রদান করুন। বিকাশ একাউন্ট এর নমিনি হিসাবে এবার মা বা বাবার যে কোন একজন কে বেছে নিন। এবং যাকে নমিনি করবেন তার সচল বিকাশ একউন্ট নম্বার প্রদান করুন।
যদি আপনার উপরক্ত তথ্য ঠিক থাকে তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিজের ছবি তুলতে বলা হবে। এবং ছবি তোলার জন্য তাদের নির্দেশিকা ফলো করুন। এবার ছবি তুলে সাবমিট করার পর আপনার তথ্য গ্রহন করা হয়ে যাবে।
এরপর আপনি যাকে নমিনি দিয়ে ছিলেন এবং নমিনি হিসেবে যেই নম্বার দিয়েছিলেন সেই নম্বারে ৫ডিজিটের একটা ভেরিফিকেশন কোড পাঠানে হবে সম্মতি প্রদান করার জন্য এবার সেই কোড দিয়ে আপনার বিকাশ একাউন্টর পিন সেট করে নিন। এভাবে খুব সহজেই বিকাশ অ্যাপ থেকে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবেন।
বিকাশ স্টুডেন্ট একাউন্ট এর জন্য কি কি শর্ত বা নিয়ম রয়েছে জেনে নেই
- বাবা/মায়ের সম্মতিতে ১৪ থেকে ১৮ বছর বয়ছের ভিতরের যে কেউ বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবে। এজন্য শুধু মাএ ডিজিটাল জন্ম সনদ দিয়েই বিকাশ স্টুডন্ট একাউনট খেলা যায়।
- নমিনি হিসেবে দেয় মা/বাবার সচল বিকাশ নম্বারে পাঠানো সম্মতি সরূপ ৫ডিজিটের গোপন কোড ৪৮ ঘন্টার মধ্যে ভেরিফিকেশন করতে হবে। ৪৮ ঘন্টার ভিতরে ভেরিফিকেশনে বার্থ হলে পুনরায় আবার সব তথ্য দিয়ে আবার সব তথ্য সাবমিট করতে হবে।
এছাড়া অন্য সব শর্ত সাধারন বিকাশ একাউন্ট এর মতই।
বিকাশ স্টুডেন্ট একাউন্টের লিমিটেশন গুলো জেনে নেই
বিকাশ স্টুডেন্ট একাউন্ট থেকে প্রতিদিন সর্বাধিক ৫,০০০ টাকা এবং প্রতি মাসে সর্বাধিক ২৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশ আউট করা সম্ভব। মোবাইল রিচার্জের জন্য দৈনিক লিমিট ২,৫০০ টাকা এবং মাসিক লিমিট ৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এই একাউন্টের মাধ্যমে প্রতিদিন ৫,০০০ টাকা পর্যন্ত এবং মাসিক ১৫,০০০ টাকা পর্যন্ত সেন্ড মানি করা যাবে। পেমেন্টের জন্য দৈনিক লিমিট ৫,০০০ টাকা এবং মাসিক লিমিট ২০,০০০ টাকা পর্যন্ত। এছাড়া, বিকাশ স্টুডেন্ট একাউন্টে সর্বাধিক ৩০,০০০ টাকা পর্যন্ত ব্যালেন্স রাখা যাবে।